banner

শেষ আপডেট ২৪ অক্টোবর ২০২১,  ১২:২৮  ||   রবিবার, ২৪ই অক্টোবর ২০২১ ইং, ৯ কার্তিক ১৪২৮

অবহেলিত-বঞ্চিত বৃদ্ধের আত্মহত্যা

অবহেলিত-বঞ্চিত বৃদ্ধের আত্মহত্যা

১৩ অক্টোবর ২০২১ | ১৭:২০ |    নিজস্ব প্রতিবেদক
  • অবহেলিত-বঞ্চিত বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে অবহেলা ও বঞ্ছনার শিকার হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইদ্রিস আলী (৭২) নামের এক বৃদ্ধ। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইদ্রিস আলী বয়স্ক ভাতা বা সরকারি সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। দিনমজুর এক সন্তান থাকলেও তিনি তার কোনো খোঁজখবর রাখতেন না। এক প্রকার অর্ধাহারে-অনাহারে তার দিন কাটতো। সোমবার দিনভর তিনি অভুক্ত ছিলেন। মঙ্গলবার তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।