banner

শেষ আপডেট ২৪ অক্টোবর ২০২১,  ১২:২৮  ||   রবিবার, ২৪ই অক্টোবর ২০২১ ইং, ৯ কার্তিক ১৪২৮

শিগগিরই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে দিশা

শিগগিরই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে দিশা

১৩ অক্টোবর ২০২১ | ১৫:১৩ |    নিজস্ব প্রতিবেদক
  • শিগগিরই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে দিশা

বিনোদন ডেস্ক :
অভিনেত্রী দিশা পাটানি অভিনয় দিয়ে এরইমধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছেন । বেশ কয়েকটি ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তার পরবর্তী সিনেমাতেও সেই ধারাবাহিকতা রক্ষা করতে চান ।
বর্তমানে দিশা ব্যস্ত রয়েছেন নির্মাতা মোহিত সুরির ‘এক ভিলেন রিটানর্স’ সিনেমার কাজ নিয়ে। আর এই সিনেমার জন্য নিজেকে ফিট রাখতে এবং চরিত্রটি ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করছেন এই অভিনেত্রী। সম্প্রতি সেই প্রস্তুতির কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ছবিগুলো ছড়িয়ে পড়তেই প্রশংসার জোয়ারে ভাসছেন দিশা।
এ প্রসঙ্গে দিশা বলেন, ‘সালমান খানের সঙ্গে রাধে:ইওর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতা নতুন সিনেমায় ধরে রাখতে নিজেকে প্রস্তুত করছি। কারণ একটি সিনেমা সফল হলে দর্শকদের প্রত্যাশা বেড়ে যায়। আমিও নতুন সিনেমা নিয়ে নেতিবাচক আলোচনায় থাকতে চাই না। আশা করছি, দর্শকরা হতাশ হবেন না। নতুন কিছু নিয়ে শিগগিরই হাজির হচ্ছি।’