banner

শেষ আপডেট ৫ মে ২০২১,  ২২:১৯  ||   মঙ্গলবার, ১১ই মে ২০২১ ইং, ২৮ বৈশাখ ১৪২৮

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণের নারীর মৃত্যু

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণের নারীর মৃত্যু

১৬ এপ্রিল ২০২১ | ২১:১৭ |    নিজস্ব প্রতিবেদক
  • বাঁশখালীতে বন্য হাতির আক্রমণের নারীর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর জলদী পাহাড়ে বন্য হাতির আক্রমণে নুর আয়েশা (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৭ টার দিকে পাহাড়ে বাগান থেকে লেবু আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নুর আয়েশা উত্তর জলদী দীঘির পাড় ৬ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ ফেরদৌস আলীর স্ত্রী।
জলদী অভয়ারণ্য বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, পাহাড়ে নিজের বাগান থেকে লেবু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন নুর আয়েশা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, হাতির আক্রমণে নিহত নুর আয়েশার দাফনসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।