banner

শেষ আপডেট ১৩ জুলাই ২০২১,  ২০:০৫  ||   বৃহষ্পতিবার, ২৯ই জুলাই ২০২১ ইং, ১৪ শ্রাবণ ১৪২৮

সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবেন না

সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবেন না

১৮ নভেম্বর ২০২০ | ১৯:২০ |    নিজস্ব প্রতিবেদক
  • সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবেন না

অফিস চলাকালীন সময়ে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবেন না। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবার জন্য গঠিত টাস্কফোর্স কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সময়ে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবে না। কোনো কারণে কর্মরত অবস্থায় থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের অবগত করতে হবে।

হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার/ল্যাব/ক্লিনিকগুলোতে লাইসেন্স নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

সভায় টাস্কফোর্স কর্তৃক সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন/অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। ১৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।