banner

শেষ আপডেট ১৩ জুলাই ২০২১,  ২০:০৫  ||   বৃহষ্পতিবার, ২৯ই জুলাই ২০২১ ইং, ১৪ শ্রাবণ ১৪২৮

নিয়ম মানছে না আল মানাহিল হাসপাতাল

নিয়ম মানছে না আল মানাহিল হাসপাতাল

২ নভেম্বর ২০২০ | ১০:৫৬ |    নিজস্ব প্রতিবেদক
  • নিয়ম মানছে না আল মানাহিল হাসপাতাল

পর্ব -০৩ 

আল মানাহিল হাসপাতাল কোন নিয়মনীতি নাই ।  যখন ইচ্ছে  কর্মী ছাটাই করছে।  হাসপাতালের ডাইরেক্টর  (প্রশাসন) স্বেচ্ছাচারীতায় লিপ্ত।  যখন ইচ্ছা কর্মীদের সাথে  খারাপ আচরন করছে ।
জানা গেছে  হাসপাতালের  স্টাফ মাত্র চার জন, বাকি স্টাফরা হল আউট সোসিং।

সেইফ এন্ড সেইফটি সিকিউরিটি  লিঃ এর আওতায় সিকিউরিটি  গার্ড, ক্লিনার,  আয়রনম্যান ও ওয়াশম্যান।
ডাক্তার নার্স অন্য কোম্পানীর ।  বাবুচি  আর এক কোম্পানির ।  অথচ কোন কোম্পানির  সাথে  চুক্তি নাই।
ডাইরেক্ট  প্রশাসন চুক্তি না থাকার দরুন সব কোম্পানির  সাথে  খারাপ আচরন  করছে ।
যখন খুশি আউট সোসিং স্টাফদের  বিদায় করে দিচ্ছে ।
হাসপাতালে  এখন তিন গ্রুপ, ডাক্তার-নার্স গ্রুপ,  ইসমাইল  গ্রুপ,  শফিকসহ মালিক  গ্রুপ।
তিন গ্রুপের দলাদিতে স্টাফরা জর্জরিত হাসপাতালে  সেবা বলতে কিছুই  নাই।
বিষয়টি তদন্ত  করা  অতীব জরুরি  মনে করছে  রোগীরা।