banner

শেষ আপডেট ২২ মে ২০১৮,  ২১:৩৩  ||   মঙ্গলবার, ২২ই মে ২০১৮ ইং, ৮ জ্যৈষ্ঠ ১৪২৫

দেশে হিজড়ার সংখ্যা ৯ হাজার ৮৯২

দেশে হিজড়ার সংখ্যা ৯ হাজার ৮৯২

২৮ ফেব্রুয়ারী ২০১৬ | ১৮:৫১ |    নিজস্ব প্রতিবেদক
  • দেশে হিজড়ার সংখ্যা ৯ হাজার ৮৯২

এই প্রথম সরকারিভাবে হিজড়াদের পরিসংখ্যান জানালো সমাজকল্যাণ মন্ত্রণালয়। এটি সঠিক পরিসংখ্যান কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ জরিপের প্রক্রিয়া নিয়ে কিছু বলা হয়নি।

রোববার সংসদ অধিবেশনে সমাজকল্যাণ  প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এ পরিসংখ্যান তুলে ধরেন।তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি অংশ হিজড়া সম্প্রদায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, হিজড়ার সংখ্যা ৯ হাজার ৮৯২ জন। তাদের কল্যাণে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

জাতীয় সংসদে মহিবুর রহমান মানিকের লিখিত প্রশ্নর জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন। মন্ত্রী বলেন, ৫০ বছরের বেশি বয়সী অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বয়স্ক ভাতা/বিশেষ ভাতা মাসিক ৫০০ টাকা করে দেয়া হয়। হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ টাকা এবং উচ্চ স্তরে ১ হাজার টাকা হারে উপবৃত্তি দেয়া হয়।

উল্লেখ্য, বর্তমান সরকার ভোটার তালিকায় হিজড়াদের জন্য ‘তৃতীয় লিঙ্ক’ নামে আলাদা লিঙ্গ বাছাইয়ের সুবিধা রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া তাদের সরকারি চাকরির ব্যবস্থা করারও ঘোষণা দেয়া হয়েছে। যদিও এ ব্যাপারে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি।