banner

শেষ আপডেট ১৮ সেপ্টেম্বর ২০২১,  ১৯:৫৯  ||   শনিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২১ ইং, ৩ আশ্বিন ১৪২৮

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে ৫৩০ রোগীর চিকিৎসাসেবা প্রদান

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে ৫৩০ রোগীর চিকিৎসাসেবা প্রদান

২ সেপ্টেম্বর ২০২১ | ১৬:৫৯ |    নিজস্ব প্রতিবেদক
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে ৫৩০ রোগীর চিকিৎসাসেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক ::

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ৫৩০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন এবং আজ ২ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২৬৫ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৭০ জন। বর্তমানে ভর্তি আছেন ৫৬ জন রোগী। গত ৮ আগস্ট ২০২১ইং তারিখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল চালু করা হয়।

এদিকে কেবিন ব্লকে করোনা সেন্টারে আজ ২ সেপ্টেম্বর পর্যন্ত ১২ হাজার ৮ শত ৯৯ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৬ হাজার ৬ শত ৫৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৫ শত ৫৯ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৩৮ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন।

এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ ২ সেপ্টম্বর ২০২১ইং তারিখ পর্যন্ত ১ লক্ষ ৮৪ হাজার ৩২ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ১৫ হাজার ৩ শত ৫৬ জন রোগী সেবা নিয়েছেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমিটরিতে গতকাল ১ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে ৬ শত ৭২ জনসহ সিনোফার্মের ভেরোসেলের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১০ হাজার ৩ শত ৮০ জন। গতকাল ১ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে ৭২ জনসহ ফাইজারের ১০ হাজার ৪ শত ৬৭ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। গতকাল ১ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে ৬৫ জনসহ অ্যাস্ট্রাজেনেকার ৪৮ হাজার ৯ শত ২০ জন এবং গত ২৯ আগস্ট ২০২১ইং তারিখ পর্যন্ত মোট ৩৫ হাজার ২ শত ৭৫ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন। গতকাল ১ সেপ্টেম্বর ২০২১ইং পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মসহ মোট ১ লক্ষ ৫ হাজার ৪২ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। গতকাল ১ সেপ্টেম্বর ২০২১ইং পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ৮ শত ২৬ জন। গতকাল ১ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ পর্যন্ত ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮ হাজার ৩ শত ৪৯ জন এবং মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২ হাজার ৯ শত ৭০ জন। মোট ৭০ হাজার ১ শত ৪৫ জনের দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে ।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে এ ব্লক অডিটোরিয়ামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত সম্মুখ সারির মহান যোদ্ধা চিকিৎসকদের উদ্দেশ্যে তাদের সাহস ও মনোবল বৃদ্ধির জন্য মূল্যবান বক্তব্য রাখেন।