প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আমরা দ্রুত ভ্যাকসিন পেয়েছি—আনিসুল হক
৭ ফেব্রুয়ারী ২০২১ | ২০:০৫ | নিজস্ব প্রতিবেদকযেখানে ইউরোপের অনেক উন্নত দেশ করোনার ভ্যাকসিনের জন্য হাহাকার করছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা দ্রুত ভ্যাকসিন পেয়েছি।আজ রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। বিভেদ করার চেষ্টা চলছে। এ নিয়ে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনের পর তিন পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম, কামাল হোসেন ভ্যাকসিন নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া ভ্যাকসিন নেন।
এদিন কসবায় উপজেলায় উদ্বোধনী দিন প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান। পরে আরও পাঁচজন স্বাস্থ্যকর্মী টিকা নেন। রোববার পর্যন্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে এই উপজেলায় ২৩৬ জন টিকা গ্রহণের জন্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।