banner

শেষ আপডেট ৫ মার্চ ২০২১,  ২৩:১৮  ||   শনিবার, ৬ই মার্চ ২০২১ ইং, ২২ ফাল্গুন ১৪২৭

জাতিসংঘের আহ্বান ভারত-পাকিস্তানকে সমস্যা মেটানোর–অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘের আহ্বান ভারত-পাকিস্তানকে সমস্যা মেটানোর–অ্যান্তোনিও গুতেরেস

৩০ জানুয়ারী ২০২১ | ২৩:৩৬ |    নিজস্ব প্রতিবেদক
  • জাতিসংঘের আহ্বান ভারত-পাকিস্তানকে সমস্যা মেটানোর–অ্যান্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক: ভারত-পাকিস্তানকে একত্রিত হয়ে তাদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কারণ এই সমস্যার কারণে যেকোনো সামরিক সংঘাত ও বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার গভীর রাতে নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর থেকে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এর মধ্যস্থতার জন্য সবসময় প্রস্তুত। আমরা এটি বারবার বলতে থাকবো। সামরিক সমাধানের চেয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো। খবর আনাদুলু এজেন্সির

৫ আগস্ট, ২০১৮ সালে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর এ নিয়ে মন্তব্য করেছিলেন গুতেরেস। তিনি বলেছিলেন, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী এবং এর নিজস্ব সনদ অনুযায়ী কাশ্মীর বিরোধের সমাধান হওয়া উচিত।

গুতেরেস বলেন, এটি স্পষ্ট যে ভারত-পাকিস্তানের মধ্যে যেকোনো সামরিক সংঘাত উভয় দেশ এবং সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়ের কারণ হবে। সমস্ত অঞ্চলে মানবাধিকারের পুরোপুরি সম্মান করা অপরিহার্য।