সিএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন
২২ ডিসেম্বর ২০২০ | ২০:২৬ | নিজস্ব প্রতিবেদকক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর। আজ মঙ্গলবার ২২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস ২০২০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। সিএমপিতে কর্মরত সকল স্তরের ১০৭ জন পুলিশ সদস্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।