banner

শেষ আপডেট ১০ জানুয়ারী ২০২১,  ২১:০৯  ||   বুধবার, ২০ই জানুয়ারী ২০২১ ইং, ৭ মাঘ ১৪২৭

ওলকচুর ভিতর ইয়াবা লুকিয়ে পাচারকালে দুই নারী ব্যবসায়ীসহ আটক ৩

ওলকচুর ভিতর ইয়াবা লুকিয়ে পাচারকালে দুই নারী ব্যবসায়ীসহ আটক ৩

২৩ নভেম্বর ২০২০ | ২২:১২ |    নিজস্ব প্রতিবেদক
  • ওলকচুর ভিতর ইয়াবা লুকিয়ে পাচারকালে দুই নারী ব্যবসায়ীসহ আটক ৩
অভিনব কৌশলে ওলকচুর ভিতর লুকিয়ে পাচারকালে বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১৫ হাজার ৩শ পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার করা হয়েছে ৩ জন ইয়াবা পাচারকারীকে।আজ সোমবার ২৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় বাশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, রামিছা বেগম( ২২), জহুরা বেগম(৫০) ও মোঃ নাছির(৪০)।
বাঁশখালী থানার এস আই নাজমুল হক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পুইছড়ি এলাকায় বাশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে ওলকচুর ভিতর লুকিয়ে পাচারকালে ১৫ হাজার ৩শ  পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সাসহ আসামী- ০১.রামিছা বেগম( ২২),স্বামী-ছৈয়দ কাসিম, সাং চরপাড়া, ঈদগড়, থানা- রামু, আসামী ২.জহুরা বেগম(৫০) স্বামী- মৃত নবী হোসেন, সাং- সোয়া জাইন্যা পাড়া, থানা- চকরিয়া ও আসামী ৩. মোঃ নাছির(৪০)পিতা- উকিল আহাম্মদ, সাং-সুতিপাড়া, থানা- পেকুয়া, সর্ব জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করে।
এ সংক্রান্তে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।