banner

শেষ আপডেট ২৫ অক্টোবর ২০২০,  ১০:১৪  ||   রবিবার, ২৫ই অক্টোবর ২০২০ ইং, ১০ কার্তিক ১৪২৭

ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেওয়া চক্রের ৩ জন মহিলাসহ আটক ৪

ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেওয়া চক্রের ৩ জন মহিলাসহ আটক ৪

১ অক্টোবর ২০২০ | ২১:৩২ |    নিজস্ব প্রতিবেদক
  • ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেওয়া চক্রের ৩ জন মহিলাসহ আটক ৪

প্রেস বিজ্ঞপ্তি : বোয়ালখালী থানাধীন গোমদন্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেওয়া চক্রের ৩ জন মহিলাসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব-৭।
র‍্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া বারোটায় বোয়ালখালী থানাধীন গোমদন্ডী ফুলতল এলাকায় অভিযান চালিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেওয়া চক্রের ৩ জন মহিলাসহ ৪ জনকে আটক করেছে ।

গ্রেপ্তার হওয়া আসামীরা হচ্ছেন শাকিলা আক্তার (৩১), কাউছার পারভীন শেপু (২৯), ফারজানা আক্তার প্রকাশ বেনু  এবং তাদের ভগ্নিপতি মোঃ সানি। উল্লেখিত আসামীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে মানুষজনকে বিভিন্ন ফাঁদে ফেলে বাসায় নিয়ে নগ্ন করে ছবি তুলে এবং ভিডিও ধারণ করে তা প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নিচ্ছে।

গত ১৯ সেপ্টেম্বর র‍্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পে এমন একজন ভুক্তভোগী অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ জানালে র‍্যাব-৭ ছায়াতদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে র‍্যাব-৭ চক্রটির সন্ধান পায়। তারই ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি  দল অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই সময় তাদের কাছ থেকে প্রতারণা ও ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ১০ টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‍্যাব।

প্রতারক চক্রের সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্নভাবে মানুষজনকে বাসায় ডেকে ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নেওয়ার কথা স্বীকার করেছে। চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে র‍্যাব-৭।

উল্লেখ্য, যে ৩ জন নারী আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এক ডজনের অধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর প্রক্রীয়াধীন।