banner

শেষ আপডেট ২৫ অক্টোবর ২০২০,  ১০:১৪  ||   রবিবার, ২৫ই অক্টোবর ২০২০ ইং, ১০ কার্তিক ১৪২৭

বান্দরবানে বিষপানে ফল ব্যবসায়ীর আত্মহত্যা

বান্দরবানে বিষপানে ফল ব্যবসায়ীর আত্মহত্যা

৯ সেপ্টেম্বর ২০২০ | ১৯:১৭ |    নিজস্ব প্রতিবেদক
  • বান্দরবানে বিষপানে ফল ব্যবসায়ীর আত্মহত্যা

বান্দরবানের বনরুপা পাড়ায় বিষপান করে বিজয় দাশ (৩০) নামে এক ফল ব্যবসায়ী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বনরুপা পাড়াস্থ নিজ বাসায় ব্যবসায়ীর লাশ মাটিতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ সময় মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।
বিজয় দাশের পরিবার জানায়, ৩ দিন আগে বিজয় দাশ তার মাকে নিয়ে তীর্থ করার জন্য যায়। তীর্থ শেষ করে মঙ্গলবার দুপুর বেলা বাসায় আসেন। রাতে ঘুমানোর সময় তিনি ঘরের একটি রুমে আলাদা করে ঘুমাতে যান। পরে ব্যবসায়ীর ঘোঙড়ানার আওয়াজ শুনতে পেয়ে তার স্ত্রী দৌড়ে এসে দেখেন স্বামীর মুখে ফেনা বের হচ্ছে। এসময় তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের সকলকে খবর দিতেই ব্যবসায়ী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বান্দরবান সদর থানার উপ পরিদর্শক মো. আব্দুল আজিজ জানান- এ ব্যাপারে বান্দরবান সদর থানায় অপমৃত্যুর একটি মামলা রুজু করা হচ্ছে । কি কারণে মারা গেছে তা জানার চেষ্টা করছি। বর্তমানে তার লাশ বান্দরবান সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।