banner

শেষ আপডেট ২৭ সেপ্টেম্বর ২০২০,  ২১:৪১  ||   সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২০ ইং, ১৩ আশ্বিন ১৪২৭

চিটাগাং চেম্বার কর্মকর্তার মাতার ইন্তেকালে চেম্বারের শোক প্রকাশ

চিটাগাং চেম্বার কর্মকর্তার মাতার ইন্তেকালে চেম্বারের শোক প্রকাশ

১৪ অগাস্ট ২০২০ | ১১:২৩ |    নিজস্ব প্রতিবেদক
  • চিটাগাং চেম্বার কর্মকর্তার মাতার ইন্তেকালে চেম্বারের শোক প্রকাশ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ডেপুটি সেক্রেটারী মোঃ আলী আজগর’র মাতা সালেহা বেগম ১৩ আগস্ট অসুস্থতাজনিত কারণে ক্যাপ্টেন কটেজ, দক্ষিণ পাড়া, দক্ষিণ পতেঙ্গা, চট্টগ্রাম নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…….রাজিউন)। তাঁর মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডীল পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তাঁরা মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁর মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য পরম করুণাময় আল্লাহতা’লার রহমত কামনা করে মোনাজাত করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৮ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ১৩ আগস্ট বাদ যোহর মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ দক্ষিণ পতেঙ্গাস্থ পোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্যা ছিলেন।