banner

শেষ আপডেট ২৭ সেপ্টেম্বর ২০২০,  ২১:৪১  ||   সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২০ ইং, ১৩ আশ্বিন ১৪২৭

ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এলাকা থেকে ইয়াবাসহ আটক ১

ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এলাকা থেকে ইয়াবাসহ আটক ১

১০ অগাস্ট ২০২০ | ১০:৫৩ |    নিজস্ব প্রতিবেদক
  • ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এলাকা থেকে ইয়াবাসহ আটক ১

প্রেস বিজ্ঞপ্তি : ফেনী জেলার ফেনী সদর থানাধীন শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৯,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।
র‌্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী সদর থানাধীন শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এলাকায় জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস এর সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল ৯ আগস্ট র‌্যাব-৭ এর একটি দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ নুরুল আবছার (৩০),’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্ত মতে তার হেফাজত থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৯,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ফেনী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।