banner

শেষ আপডেট ১৩ জুলাই ২০২১,  ২০:০৫  ||   বৃহষ্পতিবার, ২৯ই জুলাই ২০২১ ইং, ১৪ শ্রাবণ ১৪২৮

ডিএসইতে লেনদেন কমেছে

ডিএসইতে লেনদেন কমেছে

১৪ ফেব্রুয়ারী ২০১৬ | ১৭:২০ |    নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। তবে অধিকাংশ মূল্যসূচক বেড়েছে।
ডিএসইতে আজ ৩২৫ টি কোম্পানির ৯ কোটি ২৩ লাখ ৯ হাজার ২৭৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪২৭ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৭০৮ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি ৫ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ০.৭৯ পয়েন্ট কমে ৪৫৮০.৫৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৯৯ পয়েন্ট বেড়ে ১৭৬০.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৩.৪০ বেড়ে ১১২২.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২৫টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসআরএম লিঃ, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাঃ, কেপিসিএল, আমান ফীড, বিএসআরএম স্টিল ও সামিট এলায়েন্স পোর্ট।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইসলামি ব্যাংক, জেমীনি সী ফুড, বিএসআরএম লিঃ, আইপিডিসি, প্রাইম লাইফ ইন্সুঃ, রিলায়েন্স ইন্সুঃ, পিপলস ইন্সুঃ, বিএসসি, মেঘনা লাইফ ইন্সুঃ ও আমান ফীড।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিব্রা ইনফিউশন, আইটিসি, সাভার রিফ্রেক্টরীজ, প্রিমিয়ার লিজিং,অলটেক্স ইন্ডাঃ, ফু-ওয়াং সিরামিকস, মুন্নু স্টাফলার, ইউনাইটেড ইন্সুঃ, সিএমসি কামাল ও স্টাইলক্র্যাফট।