banner

শেষ আপডেট ১২ অগাস্ট ২০২০,  ২৩:৪০  ||   বৃহষ্পতিবার, ১৩ই আগষ্ট ২০২০ ইং, ২৯ শ্রাবণ ১৪২৭

সিএমপিকে নাভানা গ্রুফের ২টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

সিএমপিকে নাভানা গ্রুফের ২টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

১২ জুলাই ২০২০ | ২০:২৪ |    নিজস্ব প্রতিবেদক
  • সিএমপিকে নাভানা গ্রুফের ২টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান
ক্রাইম প্রতিবেদক :করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় নাভানা গ্রুপ এর পক্ষ থেকে ২টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করা হয় ।আজ রবিবার ১২ জুলাই দুপুর ১টায় দামপাড়াস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান এর নিকট অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন নাভানা গ্রুপ এর সিনিয়র ম্যানেজার  নাসিমুল গনি ও নাভানা গ্রুপ এর সিনিয়র এক্সিকিউটিভ  আফনান বিন আনোয়ার।
এসময় সেখানে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  বিজয় বসাক সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।