banner

শেষ আপডেট ১০ অগাস্ট ২০২০,  ২০:০৭  ||   সোমবার, ১০ই আগষ্ট ২০২০ ইং, ২৬ শ্রাবণ ১৪২৭

সিরাজগঞ্জের ডিসির নিকট আবুল খায়ের গ্রুপের অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জের ডিসির নিকট আবুল খায়ের গ্রুপের অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান

১০ জুলাই ২০২০ | ১৩:২৯ |    নিজস্ব প্রতিবেদক
  • সিরাজগঞ্জের ডিসির নিকট আবুল খায়ের গ্রুপের অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান

দি ক্রাইম ডেস্ক : সিরাজগঞ্জ জেলায় করোনা আক্তান্ত মানুষের চিকিৎসা সেবায় সহযোগিতার জন্য আবুল খায়ের গ্রুপ ২০ টি অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান করেছে। আজ শুক্রবার ১০ জুলাই সকাল ১১ টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থমন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের উপস্থিতিতে আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও সিভিল সার্জন ডা. মোঃ জাহিদুল ইসলামের কাছে সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান করেন।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মানবতার সেবায় আবুল খায়ের গ্রুপের এই সহযোগিতার জন্য সিনিয়র সচিব আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এর আগে সকাল ৯টায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর ব্যক্তিগত উদ্যোগে  করোনাকালিন সময়ে অসহায় ও কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রি বিতরণ করেন।