banner

শেষ আপডেট ৫ মে ২০২১,  ২২:১৯  ||   শনিবার, ৮ই মে ২০২১ ইং, ২৫ বৈশাখ ১৪২৮

চট্টগ্রামেও কোরবানির পশু পরিবহন করবে ট্রেন

চট্টগ্রামেও কোরবানির পশু পরিবহন করবে ট্রেন

৯ জুলাই ২০২০ | ১৯:৪৩ |    নিজস্ব প্রতিবেদক
  • চট্টগ্রামেও কোরবানির পশু পরিবহন করবে ট্রেন

বশির আলমামুন : চট্টগ্রামে কোরবানির পশু পরিবহন করবে একটি ট্রেন। আপাতত রংপুর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর থেকে ঢাকা রুটে পশু পরিবহন করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। তবে চাহিদা থাকলে দেওয়ানগঞ্জ-জামালপুর থেকে চট্টগ্রামে কোরবানির পশু পরিবহন করবে একটি ট্রেন। রেলওয়ে পূর্বাঞ্চলের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে এরকম একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। মন্ত্রী এতে সম্মতি দিলে চাহিদার ভিত্তিতে এ ট্রেন চালানো হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী বলেন, রেলওয়ের কমার্শিয়াল বিভাগ খোঁজ নিচ্ছে কোন কোন জায়গায় পশু পরিবহনে চাহিদা রয়েছে। যেদিকে আমরা চাহিদা পাবো- ওইদিকে ট্রেন চালাবো। ‘আপাতত প্রতিবছরের মতো এবারও ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর থেকে ঢাকায় একটি ট্রেন পশু পরিবহন করবে।’