banner

শেষ আপডেট ৫ মে ২০২১,  ২২:১৯  ||   শনিবার, ৮ই মে ২০২১ ইং, ২৫ বৈশাখ ১৪২৮

পশ্চিম বেতাগীর এডভোকেট পরিমল চন্দ্র ধর ইহধামের মায়া ত্যাগ করেছে

পশ্চিম বেতাগীর এডভোকেট পরিমল চন্দ্র ধর ইহধামের মায়া ত্যাগ করেছে

৬ জুলাই ২০২০ | ২০:৫৮ |    নিজস্ব প্রতিবেদক
  • পশ্চিম বেতাগীর এডভোকেট পরিমল চন্দ্র ধর ইহধামের মায়া ত্যাগ করেছে

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য রাঙ্গুনীয়া উপজেলার পশ্চিম বেতাগী বনিক পাড়া গ্রামের এড. পরিমল চন্দ্র ধর গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ৬ জুলাই পরলোকগমন করেন। চট্টগ্রাম জিলা বারকাউন্সিল স্বর্গীয়ের বিদেহী আত্নার সদগতি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।