banner

শেষ আপডেট ১৪ জুলাই ২০২০,  ২২:৫২  ||   মঙ্গলবার, ১৪ই জুলাই ২০২০ ইং, ৩০ আষাঢ় ১৪২৭

দেশব্যাপী জ্বালানি নিরাপত্তায় বিপিসি’র উদ্যোগ

দেশব্যাপী জ্বালানি নিরাপত্তায় বিপিসি’র উদ্যোগ

২০ নভেম্বর ২০১৯ | ২০:৩৫ |    নিজস্ব প্রতিবেদক
  • দেশব্যাপী জ্বালানি নিরাপত্তায় বিপিসি’র উদ্যোগ

ক্রাইম প্রতিবেদকঃ  দেশে চলমান সড়ক পরিবহন মালিক ও শ্রমিক কর্মচারীদের ধর্মঘটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর কারণে যাতে দেশের কোন স্থানে জ্বালানি সংকট না হয় সেজন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা ও এসএওসিএল এবং ইর্ষ্টান রিফাইনারী লি: কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।
বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে। এছাড়া, দেশের সকল ডিপোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোক্তাদের চাহিদামত তেল বিক্রয় প্রদান করার জন্য তৎপর থাকার এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় গ্রহণ করার নির্দেশনা প্রদান করেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরনের স্বার্থে জ্বালানি তেল পরিবহণে সকল ট্যাংক লরি/ট্যাংকারের নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ সকল আইন শৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেছেন। এছাড়া, দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে বিষয়টি অবহিত করণে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।