banner

শেষ আপডেট ৭ ডিসেম্বর ২০১৯,  ২১:১৮  ||   শনিবার, ৭ই ডিসেম্বর ২০১৯ ইং, ২৩ অগ্রহায়ণ ১৪২৬

আফমি প্লাজার পিছনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

আফমি প্লাজার পিছনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

১৪ নভেম্বর ২০১৯ | ২১:২৫ |    নিজস্ব প্রতিবেদক
  • আফমি প্লাজার পিছনের ৮ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

ক্রাইম প্রতিবেদকঃ নগরীতে একটি ভবনের এসির কাজ করতে গিয়ে ৮ তলা থেকে পড়ে রিপন ধর নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় পাঁচলাইশ থানার আফমি প্লাজার পিছনের একটি ভবন থেকে ওই শ্রমিকের মৃত্যু হয়। নিহত রিপন ধর (২০) কক্সবাজার জেলার রামু উপজেলার বান্নাপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বিদু ধরের ছেলে। তিনি নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করতেন।
মনির নামে হাসপাতালে আনায়নকারী সহকর্মী বলেন, ফিনলে স্কয়ার কোম্পানির ভবনের ৮ তলায় এসির কাজ করছিল রিপন। ভবনের সানসিট বড় হওয়াতে নিরাপত্তা বেল্ট পড়েনি তিনি। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যদি নিরাপদ বেল্ট থাকতো, তাহলে এ ঘটনা হতো না বলে সংশ্লিষ্টরা জানান।