banner

শেষ আপডেট ২৩ এপ্রিল ২০২০,  ১৪:০৬  ||   সোমবার, ২৫ই মে ২০২০ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৪২৭

হাটহাজারীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধারের পর অবমুক্ত

হাটহাজারীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধারের পর অবমুক্ত

৯ নভেম্বর ২০১৯ | ২০:১৯ |    নিজস্ব প্রতিবেদক
  • হাটহাজারীতে ১০ ফুট লম্বা অজগর উদ্ধারের পর অবমুক্ত

ক্রাইম প্রতিবেদকঃ  হাটহাজারী উপজেলার হাটহাজারী ১১ মাইল এলাকার একটি মাছের প্রজেক্টে ১০ ফুট লম্বা প্রজাতির উদ্ধার করা অজগর সাপটি অবমুক্ত করা হয়। আজ শনিবার উর্ধ্বতন বন কর্মকর্তা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবং সবার উপস্থিতিতে হাটহাজারী ব্লকের গহীন বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করা হয়। এর আগে স্থানীয় লোকজন অজগর সাপটি দেখে হাটহাজারী বিট কাম চেক স্টেশণ কর্মকর্তা ফরেস্টার সৌমেন বড়ুয়াকে খবর দিলে তিনি বনকর্মীদের সহায়তায় অজগরটি উদ্ধার করেন।
সৌমেন বড়ুয়া জানান, এর আগে নন্দীরহাট কালী বাড়ী সংলগ্ন এলাকায় গত ২৪ অক্টোবর ১০ ফুট লম্বা আরো ১ টি অজগর সাপ উদ্ধার করা হয়। অজগর সাপটিও হাটহাজারী ব্লকের গহীন বনাঞ্চলে অবমুক্ত করা হয়। হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. ইসমাইল হোসেন জানান খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে আসতে পারে।