banner

শেষ আপডেট ২৩ এপ্রিল ২০২০,  ১৪:০৬  ||   বুধবার, ২৭ই মে ২০২০ ইং, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা আওয়ামী লীগের

শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা আওয়ামী লীগের

১৮ অক্টোবর ২০১৯ | ১১:২৪ |    নিজস্ব প্রতিবেদক
  • শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা আওয়ামী লীগের
 

বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী করস্থানে রাসেলের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। সে সময় বাদ যায়নি শেখ রাসেলও। শ্রদ্ধা জানানো শেষে রাসেলসহ ১৫ই আগস্টে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

আওয়ামী লীগের পর শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়- কৃষক লীগ, তাঁতি লীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।