banner

শেষ আপডেট ২৫ জানুয়ারী ২০২০,  ২১:১৯  ||   শনিবার, ২৫ই জানুয়ারী ২০২০ ইং, ১২ মাঘ ১৪২৬

ছাহিবে কাওছার হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক

ছাহিবে কাওছার হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক

১৮ সেপ্টেম্বর ২০১৯ | ০৯:১২ |    নিজস্ব প্রতিবেদক
  • ছাহিবে কাওছার হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক

 আল্লামা গোলাম হুসাইন : আমাদের অনেকেই জানেননা যে, আখেরী রসূল হযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ আলাইহিমুস সালাম কতজন ছিলেন। এ বিষয়ে আজকের লিখা। মূলত আখেরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত আওলাদ আলাইহিমুস সালাম উনারা মোট ৮ জন। উনাদের মধ্যে ছেলে আলাইহিমুস সালাম উনারা ৪ জন এবং মেয়ে আলাইহিন্নাস সালাম উনারা ৪ জন। হযরত ছেলে আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই অল্প বয়সে তথা দুধ মুবারক পানরত অবস্থায় বরকতময় বিছাল শরীফ গ্রহণ করেন। আর হযরত মেয়ে আলাইহিন্নাস সালাম প্রত্যেকেই দ্বীন ইসলামের যুগ পেয়েছেন। সবাই ঈমান মুবারক প্রকাশ করেছেন। মদীনা শরীফ হিজরত মুবারক করেছেন এবং উনাদের শাদী মুবারকও হয়েছিলো। সুবহানাল্লাহ!
উনাদের মধ্যে একমাত্র বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম তিনি ব্যতীত অন্যান্য যাঁরা রয়েছেন অর্থাৎ সাইয়্যিদাতুনা হযরত যাইনাব আলাইহাস সালাম উনার, সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম উনার এবং সাইয়্যদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনাদের প্রত্যেকেরই আওলাদ ছিলেন। সুবহানাল্লাহ! উনারাই হচ্ছেন হাফাদাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আসবাত্ব (নাতি) আলাইহিমুস সালাম এবং সিবত্বাত (নাতনী) আলাইহিন্নাস সালাম। সুবহানাল্লাহ!
“হাফাদাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসবাত (নাতি) আলাইহিমুস সালাম উনারা এবং সিবত্বাত্ব (নাতনী) আলাইহিন্নাস সালাম উনারা সর্বমোট ১০ জন। সুবহানাল্লাহ! উনারা হচ্ছেন,
১. সাইয়্যিদাতুনা হযরত উমামাহ আলাইহাস সালাম।
২. সাইয়্যিদুনা হযরত ইমাম আলী ইবনে হযরত আবিল আছ আলাইহিস সালাম।
৩. একজন মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করা অবস্থায় সম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।
৪. সাইয়্যিদুনা হযরত  ইমাম আব্দুল্লাহ ইবনে হযরত উছমান আলাইহিস সালাম।
৫. ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম।
৬. ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম।
৭. সাইয়্যিদাতুনা হযরত যাইনাব বিনতে হযরত আলী আলাইহাস সালাম।
৮. সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ বিনতে হযরত আলী আলাইহাস সালাম।
৯. সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম বিনতে হযরত আলী আলাইহাস সালাম এবং
১০.সাইয়্যিদুনা হযরত ইমাম মুহসিন আলাইহিস সালাম।
সাইয়্যিদাতুনা হযরত উমামাহ আলাইহাস সালাম তিনি, সাইয়্যিদুনা হযরত ইমাম আলী ইবনে হযরত আবিল আছ আলাইহিস সালাম তিনি এবং যিনি সম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করা অবস্থায় দুনিয়ার যমীনে সম্মানতি তাশরীফ মুবারক নিয়েছেন তিনিসহ উনারা এই ৩ জন সাইয়্যিদাতুনা হযরত যাইনাব আলাইহাস সালাম উনার মাধ্যমে সম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সাইয়্যিদুনা হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে হযরত উছমান আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম উনার মাধ্যমে মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। আর ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি, ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি, সাইয়্যিদাতুনা হযরত যাইনাব বিনতে হযরত আলী আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম বিনতে হযরত আলী আলাইহাস সালাম তিনি, সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ বিনতে হযরত আলী আলাইহাস সালাম তিনি এবং সাইয়্যিদুনা হযরত ইমাম মুহসিন আলাইহিস সালাম উনারা এই ৬ জন সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার মাধ্যমে মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!  -আল্লামা গোলাম হুসাইন
লেখক ও কলামিষ্ট