banner

শেষ আপডেট ২১ জানুয়ারী ২০২০,  ২১:৪৫  ||   বুধবার, ২২ই জানুয়ারী ২০২০ ইং, ৯ মাঘ ১৪২৬

চট্টগ্রামের সঙ্গে ১২ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের সঙ্গে ১২ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

৮ সেপ্টেম্বর ২০১৯ | ১৯:০০ |    নিজস্ব প্রতিবেদক
  • চট্টগ্রামের সঙ্গে ১২ জেলার সড়ক যোগাযোগ বন্ধ

রাজিব শর্মা :  বন্দরনগরী ও এর আশপাশের ১৬টি রাস্তায় কোনো যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির দেখা মিলছে না। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ। গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের কারণে চট্টগ্রামের সঙ্গে ১২টি জেলার সড়ক যোগাযোগ কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।

সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি ও চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম গতরাতে শেষ হয়ে যাওয়ার আজ (৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে এই ধর্মঘট শুরু হয়।

জানা যায় জানান, সব ধরণের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বন্দরনগরী ও এর আশপাশের ১৬টি রাস্তায় কোনো যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির দেখা মিলছে না। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ।

ধর্মঘটের কারণে চট্টগ্রাম ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় আজ সকাল থেকে পণ্য ও যাত্রীবাহী কোনো গাড়ি ছেড়ে যায়নি।