banner

শেষ আপডেট ১৯ জানুয়ারী ২০২০,  ২১:৫৭  ||   সোমবার, ২০ই জানুয়ারী ২০২০ ইং, ৭ মাঘ ১৪২৬

কাঁধে স্কুলব্যাগের ভেতরে অস্ত্র, ওয়ানশ্যূটার গানসহ ছিনতাইকারী গ্রেফতার

কাঁধে স্কুলব্যাগের ভেতরে অস্ত্র, ওয়ানশ্যূটার গানসহ ছিনতাইকারী গ্রেফতার

৫ সেপ্টেম্বর ২০১৯ | ২১:৪৮ |    নিজস্ব প্রতিবেদক
  • কাঁধে স্কুলব্যাগের ভেতরে অস্ত্র, ওয়ানশ্যূটার গানসহ ছিনতাইকারী গ্রেফতার

ক্রাইম প্রতিবেদকঃ নগরীতে একটি ওয়ানশ্যূটার গানসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কাঁধে ঝোলানো স্কুলব্যাগে অস্ত্র নিয়ে সে ছিনতাইয়ের উদ্দেশে বেরিয়েছিল বলে জানায় পুলিশ। আজ বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালী থানার স্টেশন রোডে ম্যানিলা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃত ছিনতাইকারী শহীদুল ইসলাম খোকন (৩৭) সাতটি ছিনতাই মামলার আসামি।
এদিকে গ্রেফতারকৃত শহীদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে উল্লেখ করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার শহীদুল নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মৃত আবু তালেবের ছেলে। বাসা নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায়।

তিনি বলেন, কাঁধে স্কুলব্যাগ নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরির সময় থানার টহল টিম শহীদুলকে আটক করে। তার ব্যাগে তল্লাশি করে একটি ওয়ানশ্যূটার গান পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে শহীদুল জানিয়েছে, মূলত অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের উদ্দেশে সে ওই এলাকায় গিয়েছিল।