banner

শেষ আপডেট ১০ অগাস্ট ২০২০,  ১১:৪১  ||   সোমবার, ১০ই আগষ্ট ২০২০ ইং, ২৬ শ্রাবণ ১৪২৭

বীর’ সিনেমাতেও শাকিবের নায়িকা বুবলী

বীর’ সিনেমাতেও শাকিবের নায়িকা বুবলী

১৮ জুলাই ২০১৯ | ২১:৪৩ |    নিজস্ব প্রতিবেদক
  • বীর’ সিনেমাতেও শাকিবের নায়িকা বুবলী
বিনোদন প্রতিবেদকঃ শবনম বুবলী ও শাকিব খান শাকিব খানের প্রযোজনায় প্রবীণ চিত্র পরিচালক কাজী হায়াৎ নির্মাণ করছেন বীর’। শুরু থেকে শোনা যাচ্ছিল, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে নতুন মুখ। তবে শেষ পর্যন্ত শবনম বুবলীর সঙ্গে আবারও জুটি বাঁধলেন ঢালিউড ‘সুপার হিরো’। এটি হতে যাচ্ছে এই জুটির দশম সিনেমা।
 কাজী হায়াৎ বলেন ,‘বুবলীর সঙ্গে আমি একটি সিনেমায় অভিনয় করেছি। তিনি খুব ভালো অভিনয় করেন। তাছাড়া শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে অনেকগুলো সফল সিনেমাও উপহার দিয়েছেন। তাই সবকিছু বিবেচনা করে বুবলীকেই ‘বীর’র নায়িকা হিসেবে নেওয়ার জন্য আমি মত দিয়েছি।’
গত সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্রউন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)‘বীর’র শুটিং শুরু হয়েছে। তবে এই পর্যায় শুধুমাত্র শাকিব খানের ছোটবেলার কিছু অংশের শুটিং করছেন নির্মাতা। সিনেমার মূল শুটিং শুরু হবে আসন্ন ঈদুল আজহার পর। কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমাটিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, নানা শাহ, হাবিব, শিবা সানুসহ অনেকে। গত বছর ডিসেম্বরে একটি গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ‘বীর’র কাজ শুরু হয়। সিনেমাটি নির্মিত হচ্ছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে।