banner

শেষ আপডেট ২৭ জানুয়ারী ২০২০,  ২০:৫৫  ||   মঙ্গলবার, ২৮ই জানুয়ারী ২০২০ ইং, ১৫ মাঘ ১৪২৬

চউক পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলেকায় দ্বিতল ভবনের অবৈধ অংশ ভেঙেছে

চউক পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলেকায় দ্বিতল ভবনের অবৈধ অংশ ভেঙেছে

১৬ জুলাই ২০১৯ | ২২:৩৩ |    নিজস্ব প্রতিবেদক
  • চউক পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলেকায় দ্বিতল ভবনের অবৈধ অংশ ভেঙেছে

ক্রাইম প্রতিবেদকঃ নগরীর পাঁচলাইশ রহমত নগর হিলভিউ আবাসিক এলেকার ৮ নম্বর রোডে একটি দ্বিতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।আজ মঙ্গলবার  সকালে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড কর্মকর্তা মনজুর হাসান ও  স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

অথরাইজড কর্মকর্তা মনজুর হাসান  দি ক্রাইমকে  বলেন, আবু জাফর নামে  জনৈক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ পায় অথরাইডজ বিভাগ। পরবর্তীতে ইমারত পরিদশক তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভবনের অবৈধ অংশটি ভেঙে দেওয়া হয়।

সূত্র জানায়, নগরের পাঁচলাইশ রহমত নগর হিলভিউ আবাসিক ৮ নম্বর রোডে অভিযুক্ত আবু জাফর সিডিএর অনুমোদন না নিয়ে দুইটি ভবন নির্মাণ করছেন। যা ইমারত নির্মাণ আইনের লঙ্ঘন।

অভিযানে অথরাইজড কর্মকর্তা ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিএমপি পুলিশ এবং সহকারী অথরাইজড অফিসারগনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ ।