banner

শেষ আপডেট ১০ অগাস্ট ২০২০,  ১১:৪১  ||   সোমবার, ১০ই আগষ্ট ২০২০ ইং, ২৬ শ্রাবণ ১৪২৭

২০ জুলাই আমরা করবো জয়-এর ‘বর্ষা বন্দনা’

২০ জুলাই আমরা করবো জয়-এর ‘বর্ষা বন্দনা’

১৫ জুলাই ২০১৯ | ২০:১৯ |    নিজস্ব প্রতিবেদক
  • ২০ জুলাই আমরা করবো জয়-এর ‘বর্ষা বন্দনা’

প্রেস বিজ্ঞপ্তিঃ সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন আমরা করবো জয়-এর উদ্যোগে আগামী ২০ জুলাই শনিবার, বিকেল ৫টায়, চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ‘বর্ষা বন্দনা’ অনুষ্ঠিত হবে।
সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে একক আবৃত্তিতে অংশ নেবেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও গবেষক ডালিয়া বসু সাহা, গানে অংশ নেবেন খ্যাতিমান কণ্ঠশিল্পী শ্রেয়সী রায়, নৃত্যে অংশ নেবেন খ্যাতিমান নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও ওডিসী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা।

এছাড়া, বর্ষা নিয়ে স্মৃতিচারণ করবেন চট্টগ্রামের বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিরা, কবি কণ্ঠে কবিতা পাঠে অংশ নেবেন আমন্ত্রিত কবিবৃন্দ।
খ্যাতিমান আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরীর সঞ্চালনায় সূচনা বক্তব্য দেবেন আয়োজক সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

ধন্যবাদ জ্ঞাপন করবেন আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান জননেতা রহমতউল্ল্যা চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবিদ হাবিব উল্ল্যা চৌধুরী ভাস্কর। পুরো আয়োজনটি সদ্য প্রয়াত নাট্যজন-শিল্পী শান্তনু বিশ্বাসকে উৎসর্গ করা হয়েছে।