banner

শেষ আপডেট ২৩ এপ্রিল ২০২০,  ১৪:০৬  ||   বুধবার, ২৭ই মে ২০২০ ইং, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

১ দিন বয়সেই দ্বিতীয় শ্রেনীর ছাত্র !

১ দিন বয়সেই দ্বিতীয় শ্রেনীর ছাত্র !

২৯ জুন ২০১৯ | ২১:০৬ |    নিজস্ব প্রতিবেদক
  • ১ দিন বয়সেই দ্বিতীয় শ্রেনীর ছাত্র !

 

সালেকিন মিয়া সাগর,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অবস্থিত শাপলা একাডেমিতে মাত্র ৪ মাস বয়সের এক ছেলে দ্বিতীয় শ্রেনীর ছাত্র বলে জানা গেছে আর এ মর্মেই প্রতিষ্ঠানের প্যাঠে প্রত্যায়ন পত্র দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আ:রহিম প্রত্যয়ন পত্রটিতে দেখা গেছে শাপলা একাডেমিতে দ্বিতীয় শ্রেনীতে  অধ্যায়ন রত ছাত্রটির  নাম জালাল উদ্দীন রুমি পিতা শেক সাদী,মাতার নাম জলি খাতুন বাড়ি পীরপুরকুল্লা আর জন্ম তারিখ দেখানো হয়েছে ৬/৩/১৯ আর তিনি প্রত্যায়ন পত্রে সহি করেছেন ৭/৩/১৯ তারিখে অধ্যক্ষের সহির তারিখ অনুযায়ী ছাত্রটির বয়স মাত্র ১ দিন আর ১ দিন বয়সেই সে দ্বিতীয় শ্রেনীর ছাত্র যা দেখে হতবাক হয়েছেন সকলে বিষয়টি ঘটে যাবার তিন মাস পর প্রত্যায়ন পত্রটির একটি কপি  প্রকাশ পেলে তা সাংবাদিকদের নজরে আসে সে অনুযায়ী বাচ্চাটির বয়স এখন তিন মাসে কিছু দিন। যা দেখে হতবাক হয়েছেন অনেকে কিভাবে ৩ মাস ২০ দিনের একটি ছেলে দ্বিতীয় শ্রেনীতে পড়ে আর এত বড় ভুল অধ্যক্ষ কিভাবে করেন অনেকে প্রশ্ন তুলে বলেন একটি প্রত্যয়ন পত্র যদি সঠিকভাবে না লেখা হয় এত বড় ভুল করা হয়। তবে সে বিদ্যালয়ে আসলে কি শেখানো হয়অধ্যক্ষের এমন গাফিলতিতে তার পদত্যাগ দাবী করেছেন সচেতন অভিভাবক মহল  বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আ:রহিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি