banner

শেষ আপডেট ১৫ সেপ্টেম্বর ২০১৯,  ২২:১৭  ||   সোমবার, ১৬ই সেপ্টেম্বর ২০১৯ ইং, ১ আশ্বিন ১৪২৬

রোয়াংছড়িতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও কনফারেন্স

রোয়াংছড়িতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও কনফারেন্স

২৭ জুন ২০১৯ | ২০:২৬ |    নিজস্ব প্রতিবেদক
  • রোয়াংছড়িতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও কনফারেন্স

বশির আহমেদ,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণির পড়ুয়া শিক্ষার্থীদের চিত্রাঙ্কন মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে রোয়াংছড়ি উপজেলা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বাজার এলাকার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুষ ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিং প্রু মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম।
এসময় একাডেমিক সুপারভাইজার মো: নুরনবী সঞ্চালনায় প্রধান অতিথি চহাইমং মারমা বক্তৃতায় বলেন যুব সমাজ কে মাদকাশক্তি থেকে দূরে থাকতে হবে। সমাজের যারা অবিভাবক আছে তাদের ও সচেতনতা বৃদ্ধি করে সকলকে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সচেতন মহলে সংশ্লিষ্টদের প্রতি সোচ্চা হওয়ার আহ্বান জানান তিনি।