banner

শেষ আপডেট ২০ অক্টোবর ২০১৯,  ২১:১৬  ||   রবিবার, ২০ই অক্টোবর ২০১৯ ইং, ৫ কার্তিক ১৪২৬

সেবা গ্রহিতাদের সহজ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানই সিডিএর মূল লক্ষ্য–এম. জহিরুল আলম দোভাষ

সেবা গ্রহিতাদের সহজ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানই সিডিএর মূল লক্ষ্য–এম. জহিরুল আলম দোভাষ

২৫ জুন ২০১৯ | ২৩:১৬ |    নিজস্ব প্রতিবেদক
  • সেবা গ্রহিতাদের সহজ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানই সিডিএর মূল লক্ষ্য–এম. জহিরুল আলম দোভাষ

ক্রাইম প্রতিবেদকঃ সেবা গ্রহিতাদের সহজে এবং দ্রুত সেবা দিতে সেবা সপ্তাহ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।আজ মঙ্গলবার  সেবা সপ্তাহ আনু্ষ্ঠানিক উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। এর আগে গত রবিবার শুরু হওয়া সেবা সপ্তাহ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

সেবা সপ্তাহ চলাকালে ভূমি ব্যবহার ছাড়পত্র, ভবন নির্মাণ অনুমোদনপত্র, সিডিএর প্লট-ফ্ল্যাটের নামজারি, হস্তান্তর, দানপত্র, পাওয়ার অব অ্যাটর্নী অনুমোদনসহ একাধিক সেবা মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, সেবা গ্রহিতাদের সহজ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানই সিডিএর সেবা সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য। আশা করছি, সেবা গ্রহিতারা এখান থেকে লাভবান হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএ সচিব তাহেরা ফেরদৌস, প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস,উপসচিব অমল গুহ, অথরাইজড কর্মকর্তা-১ প্রকৌশলী মনজুর হাসান, অথরাইজড কর্মকর্তা-২ প্রকৌশলী মোহাম্মদ শামীম,নিরাপত্তা কর্মকর্তা নাছির আহাম্মদ খাঁন প্রমুখ।