banner

শেষ আপডেট ২১ সেপ্টেম্বর ২০১৯,  ২৩:১৫  ||   রবিবার, ২২ই সেপ্টেম্বর ২০১৯ ইং, ৭ আশ্বিন ১৪২৬

কুতুবদিয়ায় শিক্ষার্থীদের মাঝে সৌদির খেজুর বিতরণ

কুতুবদিয়ায় শিক্ষার্থীদের মাঝে সৌদির খেজুর বিতরণ

২৭ মে ২০১৯ | ২১:০৭ |    নিজস্ব প্রতিবেদক
  • কুতুবদিয়ায় শিক্ষার্থীদের মাঝে সৌদির খেজুর বিতরণ

লিটন কুতুবী,কুতুবদিয়া : বিশ্বখাদ্য প্রোগ্রামের অধীনে কুতুবদিয় উপজেলার ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করেছে এনজিও ইপসা।আজ ২৭ মে সোমবার সকালে এক যোগে ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫হাজার ৫৩জন শিক্ষার্থীদের নিকট দুই কেজি ওজনের একটি প্যাকেট বিতরণ করা হয়।
জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্টিকভাবে খেজুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনও দীপক কুমার রায়, বিশ^ খাদ্য প্রোগ্রাম এসাসিয়েট কক্সবাজারের দায়িত্বরত কর্মকর্তা জজ সুমন কর্মকার,নাজমিন সোলতানা, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি ও ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরচালনা কমিটির সভাপতি আওরঙ্গজের মাতবর, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান,দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে,লিটন কুতুবী, বিদ্যালয় প্রধান শিক্ষক কিজির।
এনজিও ইপসা সূত্রে জানা গেছে, কুতুবদিয়া দ্বীপে ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উক্ত বিদ্যালয় গুলোতে ১৫ হাজার ৫৩জন শিক্ষার্থী রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য দুই কেজি ওজনের একটি করে প্যাকেট বরাদ্দ রয়েছে। বরাদ্দকৃত খেজুর সোমবার একদিনে ৫৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ হয়।
রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশ সরকারকে হাজার হাজার টন খেজুর অনুদান হিসেবে দেন। এ অনুদানের অংশ হিসেবে কুতুবদিয়া দ্বীপের ১৫ হাজার ৫৩জন প্রাইমারী স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে দেওয়া মানে ঐ সব পরিবার খেজুর বিতরণ করা।
ইপসা কুতুবদিয়া উপজেলার প্রকল্প সমন্বয়কারী নজুরুল ইসলাম জানান, কুতুবদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সাড়ে ২৯ মেট্রিকটন খেজুর বরাদ্দ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা উপজেলা সদরের ইপসার অফিসে মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও ইপসার ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।