banner

শেষ আপডেট ২১ সেপ্টেম্বর ২০১৯,  ২৩:১৫  ||   রবিবার, ২২ই সেপ্টেম্বর ২০১৯ ইং, ৭ আশ্বিন ১৪২৬

দেড় কোটি টাকা বকেয়া পৌরকর পরিশোধ করলো চমেক

দেড় কোটি টাকা বকেয়া পৌরকর পরিশোধ করলো চমেক

২১ মে ২০১৯ | ১৯:৪৮ |    নিজস্ব প্রতিবেদক

ক্রাইম প্রতিবেদকঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বকেয়া পৌর কর বাবদ ১ কোটি ৫১ লক্ষ টাকা পরিশোধ করেছে। আজ ২১ মে মঙ্গলবার বিকালে মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ১১ টি হোল্ডিং এর বিপরীতে বকেয়া পৌর করের চেক তুলে দেন চমেক হাসপাতালের অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।

এসময় ডা. মো. মনোয়ারুল হক শামিমসহ কর্পোরেশনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চেক গ্রহণকালে মেয়র বলেন, কর্পোরেশনের আয়ের প্রধান উৎস হচ্ছে হোল্ডিং ট্যাক্স। তাই ট্যাক্সের উপর কর্পোরেশনের সকল সেবা নির্ভরশীল। তাই কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য,পরিচ্ছন্নতা,আলোকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখতে নগরবাসীকে নিয়মিত পৌরকর পরিশোধ করার আহ্বান জানান সিটি মেয়র।