banner

শেষ আপডেট ২১ সেপ্টেম্বর ২০১৯,  ২৩:১৫  ||   রবিবার, ২২ই সেপ্টেম্বর ২০১৯ ইং, ৭ আশ্বিন ১৪২৬

নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

১৯ মে ২০১৯ | ২২:২২ |    নিজস্ব প্রতিবেদক
  • নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

ক্রাইম প্রতিবেদকঃ নগরীতে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এক শ্রমিক নিহত হয়েছেন। আজ ১৯ মে রোববার সকাল ৯ টায় সদরঘাট থানার মাঝিরঘাটে এ দুর্ঘটনায় নিহত ওই শ্রমিক হলেন, মো. ইউসুফ (২২)।

চমেক সূত্রে জানা গেছে, মাঝিরঘাট এলাকায় কাজ করার সময় বৃষ্টি এলে দোকানে অবস্থান নেয় ইউসুফ। এ সময় দোকানের ছেঁড়া তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তিনি মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিং এ বসবাস করতেন। নিহত ইউসুফ ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার জাহানপুর এলাকার আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে।