banner

শেষ আপডেট ১ জুন ২০২০,  ২১:৫১  ||   সোমবার, ১ জুন ২০২০ ইং, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

রৌফবাদে তড়িতাহতে শিশুর মৃত্যু

রৌফবাদে তড়িতাহতে শিশুর মৃত্যু

১৬ মে ২০১৯ | ২১:১১ |    নিজস্ব প্রতিবেদক
  • রৌফবাদে  তড়িতাহতে শিশুর মৃত্যু

ক্রাইম প্রতিবেদকঃ নগরীতে তড়িতাহতে (বিদ্যুৎস্পৃষ্ট) এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মুহসিন (৯)। আজ ১৬ মে বৃহস্পতিবার সকালে বায়েজিদ থানার রৌফবাদে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহসিন বায়েজিদ রৌফবাদ সাংবাদিক কলোনিতে ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন। সে কুমিল্লা মুরাদনগর এলাকার মো. মতিনের ছেলে।

জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, বাসার সামনে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অজান্তে বাসার বাইরে থাকা একটি বৈত্যুতিক তারে জড়িয়ে মুহসিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।