banner

শেষ আপডেট ১ জুন ২০২০,  ২১:৫১  ||   সোমবার, ১ জুন ২০২০ ইং, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

রাষ্ট্রের প্রতিটি স্তরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরব থাকবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ

রাষ্ট্রের প্রতিটি স্তরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরব থাকবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ

১৬ মে ২০১৯ | ২০:৫১ |    নিজস্ব প্রতিবেদক
  • রাষ্ট্রের প্রতিটি স্তরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরব থাকবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ

 

প্রেস বিজ্ঞপ্তিঃ আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ কর্তৃক আয়োজিত ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস স্মরণে এক আলোচনা সভা আনোয়ারা সদরের ইফতেখার কালাম বিদ্যানিকেতন হ’লে অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও মো. রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জেলা কমিটির সভাপতি এডভোকেট আলহাজ্ব সৈয়দ কামাল উদ্দীন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ আনোয়ারা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ রায়, পেশাজীবী নেতা মাষ্টার বাদল চন্দ্র শীল, গোপেশ কান্তি সরকার, ডা. খোরশেদুল আলম চৌধুরী, মহিলা আওয়ামীলীগ নেত্রী, মহিলা মেম্বার উম্মে সাজিয়া সুলতানা, জেলা সদস্য এস এম হাসান। সভায় আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের আনোয়ারুল ইসলাম বাবু, মোঃ নূরুল হক, ফারুক হাসান, মনিরুল এহসান, মোঃ বোরহান উদ্দীন, মোঃ হানিফ, মোঃ মুবিনুল হক, মোঃ ওমর ফারুক, এম এ আজিজ, কৃষ্ণা রানী দেবী, মোঃ ইসমাইল মেম্বার, আজিজুল হক, মাওলানা কে. এইচ. এম. তারেক, মাওলানা মোহাম্মদ এমদাদউল্ল্যাহ সহ প্রমুখ।
এতে বক্তারা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও পৃথিবীর সকল খেটে খাওয়া মানুষদের প্রতি সম্মান জানিয়ে প্রাণহানি ও দুর্ঘটনা রোধে মালিক ও শ্রমিক পক্ষদের সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাঁদের ন্যায্য দাবি পরিশোধ ও শ্রমজীবি মানুষের প্রতি শ্রদ্ধার চোখে দেখবেন।