banner

শেষ আপডেট ১৭ জুলাই ২০১৯,  ২১:১৯  ||   বৃহষ্পতিবার, ১৮ই জুলাই ২০১৯ ইং, ৩ শ্রাবণ ১৪২৬

শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু, চমেকে চিকিৎসাধীন আহত ৫

শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু, চমেকে চিকিৎসাধীন আহত ৫

১৫ মে ২০১৯ | ২১:৪৪ |    নিজস্ব প্রতিবেদক
  • শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু, চমেকে চিকিৎসাধীন আহত ৫

 

ক্রাইম প্রতিবেদকঃ চট্টগ্রামের সীতাকুন্ডের বার আউলিয়া এলাকায় শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মো. রুবেল (২৭) নামে এক শ্রমিক। আজ বুধবার ১৫ মে সকালে প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পাঁচ শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মো. রুবেল ফেনী জেলার দেওয়ানগঞ্জ কাজীরপুর এলাকার বাসিন্দা। আর আহতরা হলেন, আল আমিন (২৭), মো. মাসুদ (১৯), সোহেল (২৪), মামুন (৩৬) ও মো. কামরুল (২৮)।

চমেক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ কাটার সময় আগুন লেগে ৬ জন আহত হয়। সাড়ে নয়টার দিকে অগ্নিদগ্ধ এই ছয়জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।