banner

শেষ আপডেট ২৩ এপ্রিল ২০২০,  ১৪:০৬  ||   শনিবার, ৩০ই মে ২০২০ ইং, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭

নুসরাত জাহান রাফি হত্যাকান্ড : চকরিয়ায় দীর্ঘ মানববন্ধনে জড়িতদের ফাঁসি দাবি

নুসরাত জাহান রাফি হত্যাকান্ড : চকরিয়ায় দীর্ঘ মানববন্ধনে জড়িতদের ফাঁসি দাবি

১৬ এপ্রিল ২০১৯ | ২০:৫৫ |    নিজস্ব প্রতিবেদক
  • নুসরাত জাহান রাফি হত্যাকান্ড : চকরিয়ায় দীর্ঘ মানববন্ধনে জড়িতদের ফাঁসি দাবি

চকরিয়া প্রতিনিধিঃ ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে সর্বস্তরের মানুষ। গত সোমবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গায় অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এতে ছাত্র, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
সর্বস্তরের ছাত্র, যুব, জনতা চকরিয়ার ব্যানারে ও বাংলাদেশ স্টুডেন্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক রাগিব আহসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, টিআইবির এরিয়া ম্যানেজার এ জি এম জাহাঙ্গীর আলম,।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন পিস ফাইন্ডার, অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার সোসাইটি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), দুর্বার নেটওয়ার্ক, বিকশিত নারী নেটওয়ার্ক, কর্মনীড় সামাজিক মহিলা উন্নয়ন সংস্থা, জুভেনাইল ভয়েস ক্লাব, পিসফুল ইউনাইটেড ক্লাব, মানবকল্যাণ ফাউন্ডেশন, ফুটন্ত কিশোর ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।