banner

শেষ আপডেট ১৯ জুলাই ২০১৯,  ২১:৪২  ||   শনিবার, ২০ই জুলাই ২০১৯ ইং, ৫ শ্রাবণ ১৪২৬

বর্ষবরণ উৎসব পালিত হয়েছে কুতুবদিয়া দ্বীপেও

বর্ষবরণ উৎসব পালিত হয়েছে কুতুবদিয়া দ্বীপেও

১৫ এপ্রিল ২০১৯ | ১৯:৫৫ |    নিজস্ব প্রতিবেদক
  • বর্ষবরণ উৎসব পালিত হয়েছে কুতুবদিয়া দ্বীপেও

লিটন কুতুবী,কুতুবদিয়া : যথাযথ মার্যাদায় সকল শ্রেণীর পেশাজীবি মানুষের অংশগ্রহণের মাধ্যমে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে কুতুবদিয়া দ্বীপেও। বাংলা (১৪২৬) নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্টানগুলো এ দিন বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
ইউএনও দীপক কুমার রায়,ওসি দিদারুল ফেরদাউস, আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের উপস্থিতিতে,রাজনৈতিক নেতাকর্মী,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতার্-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষর্থীদের অংশগ্রহণে মাধ্যমে উপজেলা পরিষদ চত্বর হতে মঙ্গল শোভাযাত্রা প্রধান প্রধান সড়কে র‌্যালি প্রদক্ষীণ করে উপজেলা পরিষদের সুজন সত্বরে পৌছে।
মাটির বাটির বাঙালীর ঐতিয্য পান্তা ইলিশ,রঙ বে-রঙের পোষাকে সেজে নিজেদের মতো আলিঙ্গনের মধ্যদিয়ে সুজন চত্বরে সাংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিল্পকলা একাডেমির শিল্পীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ক্ষুদে শিল্পীরা। এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন প্রতিযোগিতামুলক পুরস্কারের আযোজন করেন।
তার পাশাপাশি কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুতুবদিয়া মহিলা কলেজ, বড়ঘোপ ইলামিয়া ফাযিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের আদলে বর্ষবরণ অনুষ্ঠান পালন করেন।