banner

শেষ আপডেট ১৭ জুলাই ২০১৯,  ২১:১৯  ||   বৃহষ্পতিবার, ১৮ই জুলাই ২০১৯ ইং, ৩ শ্রাবণ ১৪২৬

ম্রো জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব চাংক্রান শুরু

ম্রো জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব চাংক্রান শুরু

১২ এপ্রিল ২০১৯ | ১৮:৪৯ |    নিজস্ব প্রতিবেদক
  • ম্রো জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব চাংক্রান শুরু

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: ম্রো জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব চাংক্রান শুরু হয়েছে বান্দরবানে। গতকাল বৃহস্পতিবার বান্দরবানের টংকাবতি ইউনিয়নের সাখয়ই পাড়ার ব্রিকফিল্ড মাঠে এই উৎসবের আয়োজন করে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম।এছাড়াও ম্রো সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এই উৎসবকে কেন্দ্র করে ম্রো তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোষাক পরিধান করে বাশের তৈরি বাঁশির সুরে তাদের লোকনৃত্য পরিবেশন করে পুরা অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলে।এ সময় পুঁতির মালা গাঁথা প্রতিযোগিতা, বাঁশ দিয়ে টানাটানি ও ঠেলাঠেলি প্রতিযোগিতা,কোমর তাঁত বুনন, বাঁশ দৌড় সহ বিভিন্ন ধরনের খেলায় অংশ নেয় বিভিন্ন বয়সের ম্রো যুবক যুবতিরা।বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় রয়েছে ১১ জাতিগোষ্ঠী । তাদের প্রত্যেকে বৈশাখে বর্ষবরণ করেন এক এক সময়।