banner

শেষ আপডেট ১৭ জুলাই ২০১৯,  ২১:১৯  ||   বৃহষ্পতিবার, ১৮ই জুলাই ২০১৯ ইং, ৩ শ্রাবণ ১৪২৬

এইচএসসি পরীক্ষা : চট্টগ্রাম বিভাগ থেকে অংশ নিচ্ছে ৯৯ হাজার ৬৫১ জন শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষা : চট্টগ্রাম বিভাগ থেকে অংশ নিচ্ছে ৯৯ হাজার ৬৫১ জন শিক্ষার্থী

২০ মার্চ ২০১৯ | ২২:১৫ |    নিজস্ব প্রতিবেদক
  • এইচএসসি পরীক্ষা : চট্টগ্রাম বিভাগ থেকে অংশ নিচ্ছে  ৯৯ হাজার ৬৫১ জন শিক্ষার্থী

ক্রাইম প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। আসন্ন এই এইচএসসি পরীক্ষায় এবার ৯৯ হাজার ৬৫১ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিভাগ থেকে অংশ নিচ্ছে। তবে গতবছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক হাজারেরও উপরে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জানান, ২৪ মার্চ থেকে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার সামগ্রী বিতরণ করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১০টি বিশেষ ভিজিল্যান্স টিমসহ মোট ৫০টি টিম থাকবে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৯ হাজার ৩৬৫ জন ছাত্র এবং ৫০ হাজার ২৮৬ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষাকেন্দ্র ১০৩টি। গত বছর চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৬৮৪ জন। এদের মধ্যে ৪৮ হাজার ১১ জন ছাত্র এবং ৪৯ হাজার ৬৭৩ জন ছাত্রী। সেই হিসেবে গতবছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে এক হাজার ৯৬৭জন। এ বছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সবচেয়ে বেশি ৩৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৩৭ হাজার ৮৮১ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ২২ হাজার ৬৬২ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।