banner

শেষ আপডেট ২৩ এপ্রিল ২০২০,  ১৪:০৬  ||   বুধবার, ২৭ই মে ২০২০ ইং, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

নিউজিল্যান্ডে মসজিদে হামলা করা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

নিউজিল্যান্ডে মসজিদে হামলা করা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

১৬ মার্চ ২০১৯ | ১৯:১৪ |    নিজস্ব প্রতিবেদক
  • নিউজিল্যান্ডে মসজিদে হামলা করা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

আন্তর্জাতিক : নিউজিল্যান্ডের মসজিদে সিনেমা স্টাইলে হামলা চালিয়ে ৪৯ মুসল্লিকে হত্যাকরা কট্টর ডানপন্থী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় শনিবার তাকে দেশটির একটি আদালতে হাজির করা হয়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, জন্মগতভাবে অস্ট্রেলিয়ার নাগরিক ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারান্টকে হাতকড়া ও কারাগারের ঢিলেঢালা একটি সাদা পোশাক পরিহিত অবস্থায় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় বিচারক তার বিরুদ্ধে দায়ের করা একক হত্যা মামলার অভিযোগ পড়ে শোনান। তার বিরুদ্ধে পরে আরো অনেক অভিযোগ দায়ের করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আদালতে শুনানী চলাকালে সাবেক এ ফিটনেস ইনস্ট্রাক্টর ও আত্ম-স্বীকৃত ফ্যাসিস্টকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে হাজির করা হয়। তবে নিরাপত্তার কারণে সেখানে সাধারণ লোকজনের উপস্থিত থাকার কোন সুযোগ ছিল না।
সশস্ত্র পুলিশের পাশে থাকা এ ব্যক্তি আকস্মিকভাবে মাথা নিচু করে ‘ঠিক আছে’ এমন ইঙ্গিত দেয়। তবে সে জামিনের আবেদন জানায়নি। পরবর্তী সময়ে আদালতে হাজির না করা পর্যন্ত তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হবে। আগামী ৫ এপ্রিল তাকে ফের আদালতে হাজির করার কথা রয়েছে।