banner

শেষ আপডেট ২০ অগাস্ট ২০১৯,  ২১:৩৬  ||   বুধবার, ২১ই আগষ্ট ২০১৯ ইং, ৬ ভাদ্র ১৪২৬

বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে–স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে–স্বরাষ্ট্রমন্ত্রী

১০ ফেব্রুয়ারী ২০১৯ | ২২:০০ |    নিজস্ব প্রতিবেদক
  • বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে–স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান আলাদা ধর্মে বিশ্বাসী হলেও তারা মনে-প্রাণে বাঙালি।আজ রোববার সকালে ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় ও খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরস্বতী পূজায় বিপুল জনসমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেবী সরস্বতীর কাছে পূজা অর্চনা করে শিক্ষার্থীরা যেন সঠিক প্রজ্ঞা ও জ্ঞানের আলোতে বিকশিত হয়ে আগামীর সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, আমরা সে কামনা করি।