banner

শেষ আপডেট ২৪ অগাস্ট ২০১৯,  ২২:৪১  ||   শনিবার, ২৪ই আগষ্ট ২০১৯ ইং, ৯ ভাদ্র ১৪২৬

শিক্ষা উপমন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্যারিষ্টার নওফেল

শিক্ষা উপমন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্যারিষ্টার নওফেল

৭ জানুয়ারী ২০১৯ | ১৮:৪০ |    নিজস্ব প্রতিবেদক
  • শিক্ষা উপমন্ত্রী হিসেবে শপথ নিলেন  ব্যারিষ্টার নওফেল
নিজস্ব প্রতিবেদকঃ উপমন্ত্রী  হিসেবে শপথ নিয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল । সোমবার (৭ জানুয়ারি)  বিকাল ৩টা ৫৮ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন তিন উপমন্ত্রীকে  শপথ বাক্য পাঠ করান।
মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩ উপমন্ত্রী শপথ নেন। এর আগে দুপরে সচিবালয় হতে পাঠানো  গাড়িতে মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গভবনে যায়। এতে শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ অন্য সদস্যদের বহনকারী গাড়িগুলো একে একে দুপুর ২টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে। বিকাল ৩টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দরবার হলে আসেন। নিয়ম অনুযায়ী প্রথমে ২৪ মন্ত্রীর শপথ পড়ানো শেষে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ  নেয়ার পরপরই  শিক্ষা উপমন্ত্রী  মহিবুল হাসান চৌধুরী নওফেল  টেবিলে বসে শপথ বাক্যে স্বাক্ষর করেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন
মহিবুল হাসান চৌধুরী নওফেল ১৯৮৩ খ্রিস্টাব্দের ২৬ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন । চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর জৈষ্ঠ পুত্র ব্যারিস্টার নওফেল। ২০১০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাবার পক্ষে কাজ করে আলোচনায় আসেন তিনি। পিতা এ বি এম মহিউদ্দীন চৌধুরীর নির্বাচনে অদৃশ্য শক্তি হিসাবে কাজ করে দলীয় নেত্রী শেখ হাসিনার সুনজর অর্জন করেছিলেন ব্যারিষ্টার নওফেল। নির্বাচনী প্রচারনায় জনসম্পৃক্ত হওয়ার ব্যাপারে অধিক জোর দিয়ে বিএনপি শাসনামলে ঐতিহাসিক নির্বাচনে জয়ী হয়ে চসিক পরিচালনায় পিতা মহিউদ্দীনের পেছনে শক্তি যুগাতেন তিনি। জনগনের মন জয়ের উদ্দেশ্য চসিককে জনবান্ধব ও জনকল্যাকর কাজের ধারনা দিয়ে নীরবে নিভৃতে কাজ করে গিয়েছিলেন এই তরুন আওয়ামী লীগ নেতা।