banner

শেষ আপডেট ১১ ডিসেম্বর ২০১৯,  ২২:৫৬  ||   বুধবার, ১১ই ডিসেম্বর ২০১৯ ইং, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

কালের গর্ভে -২০১৮, আগামীর স্বপ্ন-২০১৯

কালের গর্ভে -২০১৮, আগামীর স্বপ্ন-২০১৯

৩১ ডিসেম্বর ২০১৮ | ২১:৩৮ |    নিজস্ব প্রতিবেদক
  • কালের গর্ভে -২০১৮, আগামীর স্বপ্ন-২০১৯

বলতে বলতে কালের গর্ভে হারিয়ে গেল একটি বছর। জীবন থেমে থাকেনা। কালের চাকায় বছর যায়, বছর আসে। কতনা ঘটনা ঘটে পৃথিবীতে। চাওয়া-পাওয়ার দ্বন্দ্বতো থেকেই যায়। হারানো বাদনাও রয়েছে মানুষের জীবনে।
২০১৮ সালটি মানুষের জীবন থেকে চলে গেছে। শুধু থাকবে স্মৃতি। কাল পরিক্রমায় প্রতিটি বছর এক একটি স্মৃতি। স্মৃতিতে আনন্দ-বেদনা প্রাপ্তি সবই রয়েছে। পুরোনোকে সহজেই ভোলা যায়না। পুরোনো স্মুতি রোমান্থনের মধ্য দিয়েই আগামীর স্বপ্ন। বছরের শেষ ঠিক এদিন আগেই ৩০ ডিসেম্বর ২০১৮ হয়ে গেলো জাতীয় নির্বাচন। ছোটখাটো কয়েটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিদেশী পর্যবেক্ষকদের সুস্পষ্ট প্রতিবেদনে তা প্রতিভাত হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টেরও বেশী আসন পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।
এ সরকারের কাছে মানুষের প্রাপ্তি অনেক বেশী। টানা তৃতীয়বার যে দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তারা শুধু উন্নয়নই নয়, জাতির ভাগ্য পাল্টে দেয়ার দায়িত্ব নিতে হবে। কোন উশৃংখল কিংবা দুর্নীতিকে প্রশয় নয়। নতুন প্রজম্মকে দেশত্ববোধে উদ্ধুদ্ধ করে জাতিকে সঠিক ইতিহাস চর্চায় ব্রত করতে হবে। আমরা আশা করছি নির্বাচনের আগে মহাজোটের ২১ দফার প্রত্যকটি বাস্তবায়ন করবে আগামীর সরকার। ২০১৯ সাল হবে এ সরকারের শুভ যাত্রা। জাতি আশা করছে আমাদের ভবিষ্যত হবে সুখের ও শান্তির।