banner

শেষ আপডেট ১৯ ফেব্রুয়ারী ২০১৯,  ২১:৩৮  ||   মঙ্গলবার, ১৯ই ফেব্রুয়ারী ২০১৯ ইং, ৭ ফাল্গুন ১৪২৫

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ

৬ ডিসেম্বর ২০১৮ | ২১:০৮ |    নিজস্ব প্রতিবেদক
  • আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ

ক্রাইম প্রতিবেদকঃ  আগামী ৯ ডিসেম্বর রবিবার “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস” উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন। কর্মসূচীর মধ্যে রয়েছে দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সংবলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশনা, জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়ানো, উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষনা, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থীদের সমন্বয়ে সমাবেশ, ব্যাপক জনসমাগমের স্থানে দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন। কর্মসূচীর অংশ হিসেবে নগরীর গোলপাহাড় মোড় হয়ে শিল্পকলা একাডেমি থেকে ওয়াসার মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হবে এবং জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকল সরকারি দপ্তরকে নিজস্ব ব্যানারসহ মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে।