banner

শেষ আপডেট ২২ মে ২০১৯,  ১০:৩০  ||   বুধবার, ২২ই মে ২০১৯ ইং, ৮ জ্যৈষ্ঠ ১৪২৬

বোল্ড ভিডিও পোস্ট করে সকলকে তাক লাগিয়েছেন পুনম

বোল্ড ভিডিও পোস্ট করে সকলকে তাক লাগিয়েছেন পুনম

১৮ নভেম্বর ২০১৮ | ২২:২৫ |    নিজস্ব প্রতিবেদক
  • বোল্ড ভিডিও পোস্ট করে সকলকে তাক লাগিয়েছেন পুনম

পুনম পাণ্ডে৷ কন্ট্রোভার্শিয়াল ক্যুইনের খেতাব সহজেই তাঁকে দেওয়া যায়৷ যে ধরণের ছবি কিংবা ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তা কন্ট্রোভার্সি তৈরি করারই যোগ্য৷ রাখি সাওয়ান্তের মতো কথায় কথায় ভাইরাল তিনি হন না৷

পুনমের ভাইরাল হওয়ার করার তাঁর বোল্ড ভিডিও৷ ফের একটি বোল্ড ভিডিও পোস্ট করে সকলকে তাক লাগিয়েছেন৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্ট্রিপ টিজের ভিডিও পোস্ট করে বেশ শোরগোল ফেলেছেন৷ তবে এটা নতুন কিছু না৷

এই ধরণের ভিডিও কিংবা ছবি পোস্ট করে সংবাদ শিরোনামে বহুবার এসেছেন তিনি৷ আর এইভাবেই হেডলাইনে থাকতে অভ্যস্ত নায়িকা৷ তাঁর একটি নিজস্ব অ্যাপও আছে৷ যার নাম ‘Thepoonam pandeyapp’ এই অ্যাপেই নাকি আপনি পুনমের অজস্র ভিডিও দেখতে পাবেন৷

প্রতিটি ভিডিও বেশ বোল্ড৷ যা দেখলে রীতিমত ঘাম ঝড়বে আপনার৷ সম্প্রতি ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন এটা শুধুমাত্র টিজার৷ পুরো ভিডিওটি আছে তাঁর সেই অ্যাপে৷ যেখান থেকে তাঁর ফ্যানেরা পুরো ভিডিওটি দেখতে পাবেন৷

টিজারে তিনি তাঁর টি-শার্ট খুলে অন্তর্বাস দেখিয়েছিলেন৷ যা নিয়ে অসংখ্য মানুষ নানা ধরণের কমেন্ট করেছেন৷ কেউ তাঁর সম্বন্ধে খারাপ মন্তব্য করেছেন তো কেউ ভালো৷ তবে এসবে কান দেন না পুনম৷ নিজের মতোই ভিডিও এবং ছবি পোস্ট করে যান তিনি৷ তাতে কার কী মনে হল শি জাস্ট ডাজেন্ট কেয়ার! সূত্রঃ কলকাতা২৪