banner

শেষ আপডেট ২২ অক্টোবর ২০১৯,  ১৯:১৪  ||   মঙ্গলবার, ২২ই অক্টোবর ২০১৯ ইং, ৭ কার্তিক ১৪২৬

ডা. শাহাদাত ও বিএনপি নেতা সামশুল হককে গ্রেফতারে যুবদলের নিন্দা ও প্রতিবাদ

ডা. শাহাদাত ও বিএনপি নেতা সামশুল হককে গ্রেফতারে যুবদলের নিন্দা ও প্রতিবাদ

৭ নভেম্বর ২০১৮ | ২০:৪৯ |    নিজস্ব প্রতিবেদক
  • ডা. শাহাদাত  ও বিএনপি নেতা সামশুল হককে গ্রেফতারে যুবদলের নিন্দা ও প্রতিবাদ

চট্টগ্রাম মহনগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও বিএনপি নেতা সামশুল হককে গ্রেফতারে চট্টগ্রাম মহানগর যুবদলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট সরকার ৫ জানুয়ারীর মত তামাশার নির্বাচন করার লক্ষ্যে একের পর এক বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করে চলছে। উদ্দেশ্য একটাই ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা চিরদিনের জন্য পাকাপোক্ত করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ডা. শাহাদাত হোসেনসহ সকল রাজবন্দীর মুক্তি দিয়ে
নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় চট্টলার যুব সমাজ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী ফ্যাসিষ্ট সরকারকে বাধ্য করবে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে।